আজ হাজারটা সন্তানের মা কাঁদবে, এই কান্না থামানো সম্ভব নয়’

banner জুলাই আন্দোলনে শহীদ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মুগ্ধকে নিয়ে রমজানের প্রথমদিন এক আবেগঘন পোস্ট দিয়েছেন তার ভাই মীর স্নিগ্ধ। শনিবার (১ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, ‘সবাই পোস্ট দিচ্ছে, ‘ইফতারের মূল ইনগ্রিডিয়েন্স হলো পরিবার! আমার পরিবারটা তো আর কখনো পরিপূর্ণ হবে না। বিগত বছরগুলোতে আম্মুকে দেখতাম মুগ্ধর খুলনা থেকে আসার জন্য অপেক্ষায় প্রতিটি ইফতারের সময় বলতো কি দিয়ে জানি ইফতার করতেসে খুলনাতে। আর যখন আসতো আম্মুর মুখে একটা হাসি লেগেই থাকতো আর স্পেশাল আইটেম রেডি করতো। মীর মুগ্ধের পুরোনো স্মৃতি স্মরণ করে পোস্টে আরও লেখেন, মুগ্ধর সামনেই আমরা কত ক্ষেপাইতাম আম্মুকে এই বলে যে তোমার প্রিয় ছেলে আসছে এখন তো ভালো ভালো রান্না করবাই। স্নিগ্ধ লেখেন, আমি জানি আজকে ইফতারের সময় আম্মু কাঁদবে, অবশ্যই কাঁদবে আর বলবে আমার মুগ্ধটা আর বাড়ি ফিরবে না। হাজারটা সন্তানের মা আজকে কাঁদবে, এবং এই কান্না থামানো কারো পক্ষে সম্ভব না। ওপারে ভালো থাকুক সব শহীদরা। শেষে, বাংলাদেশের মানুষকে রমজান মোবারক জানান তিনি।
Next Post Previous Post