বিলুপ্ত হচ্ছে এনবিআর, হবে ২টি আলাদা বিভাগ


 রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে নতুন জাতীয় রাজস্ব নীতি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আলাদা করে দুটি বিভাগ করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।



এ জন্য অধ্যাদেশের খসড়া তৈরি করেছে এনবিআর। এর মাধ্যমে ৫৩ বছরের এ সংস্থা বিলুপ্ত হবে। 



চলতি বছরের জানুয়ারিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি স্বতন্ত্র বিভাগ করার প্রস্তাব অনুমোদিত হয়। 


এ দুই বিভাগের সচিব হবেন আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা। চেয়ারম্যান নিয়োগ হবে সার্চ কমিটির মাধ্যমে। 



সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খসড়া অধ্যাদেশ অনুযায়ী চেয়ারম্যান এই বোর্ডের প্রশাসন, আর্থিক, উন্নয়ন ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন। 



বুধবার এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান জানান, ঈদের আগেই এনবিআর সংস্কার বিষয়ক অধ্যাদেশ জারি হবে। কার্যক্রম শুরু হবে নতুন অর্থবছরের প্রথম থেকেই।

Next Post Previous Post