লাইসেন্স চেয়ে স্টারলিংকের আবেদন


 বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করতে চায়। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে লাইসেন্সের জন্য আবেদন করেছে।


মঙ্গলবার (১৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিটিআরসি চেয়ারম্যান মো. এমদাদ উল বারী। তিনি জানান, স্টারলিংক গত সপ্তাহে লাইসেন্স আবেদন জমা দিয়েছে এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই তা বিবেচনা করা হবে।


এর আগে, ২৯ মার্চ স্টারলিংক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে প্রাথমিক অনুমোদন পেয়েছিল। এখন কেবল বিটিআরসির লাইসেন্স পেলেই প্রতিষ্ঠানটি বাংলাদেশে কার্যক্রম শুরু করতে পারবে।


লাইসেন্স অনুমোদিত হলে, স্টারলিংক হবে নন-জিওস্টেশনারি অরবিট (NGSO) নীতিমালার আওতায় লাইসেন্সপ্রাপ্ত প্রথম প্রতিষ্ঠান। এই নীতিমালা অনুযায়ী, আবেদন ও প্রক্রিয়াকরণ ফি নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা, লাইসেন্স ফি ১০ হাজার মার্কিন ডলার এবং বার্ষিক ফি ৩০ হাজার ডলার। প্রতিটি টার্মিনালের জন্য বার্ষিক ফি হিসেবে ১ ডলার করে নেওয়া হবে, যদিও শুধুমাত্র আইওটি সেবার জন্য ব্যবহৃত টার্মিনালের জন্য কোনো ফি প্রযোজ্য নয়।


বিশ্বব্যাপী দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতে স্টারলিংক গত পাঁচ বছরে মহাকাশে অসংখ্য কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে। এর ফলে সমুদ্র, পাহাড় বা দুর্গম অঞ্চলেও গেমিং, স্ট্রিমিং এবং দ্রুত ডাউনলোডের সুবিধা পাওয়া যাচ্ছে।


এদিকে দেশের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা (আইএসপি) বলছেন, স্টারলিংকের মতো স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবার আগমনে বাজারে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তবে এর প্রভাব নির্ভর করবে লাইসেন্স প্রদানের শর্ত ও নিয়ন্ত্রক কাঠামোর ওপর

Next Post Previous Post