ফেসবুকে খালেদা জিয়াকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, ইমাম গ্রেপ্তার


 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় মুফতি এবাদুল ইসলাম ফরিদী (৩১) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।



সোমবার (৭ এপ্রিল) রাতে বরিশাল জেলার উজিরপুরে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সবশেষ মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে সাভার, আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।


মুফতি এবাদুল ইসলাম ফরিদী সাভার, আশুলিয়ায় একটি মসজিদের ইমাম হিসেবে কাজ করেন।


আশুলিয়া, ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ–সভাপতি আতাউর রাহিমের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।



আশুলিয়া থানা–পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল ‘পিনাকী-Dadabhai Pinaki’ নামে ফেসবুক পেজে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও বিএনপি যৌথ করণীয় বিষয়ে লেখা প্রকাশিত হয়। এবাদুল ইসলাম তাঁর ফেসবুক আইডি ব্যবহার করে ওই লেখার কমেন্টস বক্সে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্দেশে কুরুচিপূর্ণ, অশালীন ও অপমানজনক মন্তব্য করেন।


ওই দিন বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আতাউর রাহিম ফেসবুকে বিষয়টি দেখতে পান। তিনি সোমবার (৭ এপ্রিল) রাতে আশুলিয়া থানায় বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন।



এতে এবাদুল ইসলামের বিরুদ্ধে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রীয় নিরাপত্তা বিপন্নসহ জনসাধারণের মধ্যে ভয়ভীতি সৃষ্টি, ধর্মীয় অনুভূতিতে আঘাত, মানহানিকর তথ্য প্রচার, ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টির অভিযোগ করা হয়েছে।


আশুলিয়া থানা পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, মামলা করার পর রাতে অভিযান চালিয়ে বরিশালের উজিরপুর থেকে এবাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Next Post Previous Post