মাগুরায় শিশু ধর্ষণ: তারেক রহমানের উদ্যোগে আইনজীবী নিয়োগ

মাগুরায় শিশু ধর্ষণ: তারেক রহমানের উদ্যোগে আইনজীবী নিয়োগ
মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু ও তার পরিবারকে আইনি সহযোগিতা দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে আইনজীবী নিয়োগ করা হয়েছে।
আজ রোববার (৯ মার্চ) বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন।
কায়সার কামাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাগুরায় ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারের আইনি সহযোগিতায় মাগুরা কোর্টের জন্য আইনজীবী নিয়োগ দিয়েছেন।
নিয়োগপ্রাপ্ত আইজীবীরা হলেন— অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, অ্যাডভোকেট, মোহাম্মদ রুকুনুজ্জামান খান, অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস, অ্যাডভোকেট এম এ রশিদ , অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান।
Next Post Previous Post