ফেনীতে কৃষিজমির মাটি বিক্রির রমরমা ব্যবসা

ফেনী জেলার বিভিন্ন উপজেলার ইট ভাটার মালিকগন এলাকার কিছু রাজনৈতিক নেতা রাজনৈতিক দলের প্রবাভ খাটিয়ে অবৈধ ভাবে ফসলি কৃষিজমির ওপর থেকে মাটি কেটে বিক্রি করায় যেমনটা নষ্ট হয়ে যাচ্ছে ফসলি জমি তেমনি আবার পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে।
কোনো ভাবেই বন্ধ হচ্ছে না কৃষিজমি থেকে মাটি কাটা। প্রতি বছরই শুষ্ক মৌসুম এলেই ফসলি জমি থেকে মাটি কাটার হিড়িক পড়ে যায়। ফসলি জমির উর্বর মাটি কেটে বিক্রি করার ফলে একদিকে কমছে ফসলি জমি, অন্যদিকে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন।
সেইসঙ্গে মাটি বহনের ট্রাকের কারণে ধ্বংস করা হচ্ছে কাঁচা-পাকা রাস্তা ঘাট। ফসলি জমির মাটি বিক্রি ও মাটি কেটে ফসলি জমি ধ্বংস করা নিষিদ্ধ থাকলেও তা মানছেন না মাটি ব্যবসায়ীরা। খোঁজ নিয়ে জানা গেছে, আইনের তোয়াক্কা না করেই অবাধে চালাচ্ছেন অবৈধ মাটির ব্যবসা। প্রশাসনকে ফাঁকি দিয়ে ফসলি জমির মাটি কেটে বিক্রি করা হচ্ছে বিভিন্ন জায়গায়।
এভাবে মাটি কেটে নেয়ার কারণে যেমন ঝুঁকিতে পড়ে যাচ্ছে এলাকার ঘরবাড়ি, ব্রিজ, রাস্তাঘাট। তেমনি ধ্বংস হয়ে যাচ্ছে ফসলি জমি। এ ছাড়া মাটিবোঝাই ভারী ট্রাক ও ট্রাক্টর চলার কারণে কৃষিজমির পাশাপাশি গ্রামীণ এবং পাকা রাস্তার ক্ষয়ক্ষতি হচ্ছে। ধুলোবালিতে দূষিত হচ্ছে পরিবেশ।
সেই সঙ্গে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য ও পরিবেশ। হুমকিতে পড়ছে জনস্বাস্থ্য। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
Next Post Previous Post