উত্তরাঞ্চলবাসীর জন‍্য নতুনরূপে রেলের যাত্রা… এখন মাত্র ৩ মিনিটে যমুনা পারাপার….




যমুনা নদীর ওপর নবনির্মিত যমুনা রেল সেতুর উদ্বোধন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বেলা দুপুর ১২ টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা রেল সেতু পূর্ব প্রান্তের ইব্রাহিমাবাদ রেল স্টেশন এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এরপর হুইসেল বাজিয়ে অতিথি, যাত্রী ও সংশ্লিষ্টদের নিয়ে বেলা ১২ টা ৬ মিনিটে উদ্বোধনী ট্রেনের হুলসেল দেওয়া হয়।


এরপর বেলা ১২ টা ৯ মিনিটে ট্রেনটি সিরাজগঞ্জ পশ্চিম প্রান্তের সয়দাবাদ রেল স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পরে বেলা ১২ টা ১৯ মিনিটের দিকে সায়দাবাদ রেলস্টেশনে পৌঁছে ট্রেনটি।


এই উদ্বোধনী ট্রেনটিতে দুই পাশে ২টি লোকোমেটিভ ইঞ্জিল, ৬ টা কোচের মধ্যে ২ টা এসি চেয়ার, ১টি শোভন কোচ, ১টি ডাইনিং কার, ১টি পাওয়ার কার রয়েছে।


এর আগে সকালে উদ্বোধনের আনুষ্ঠানিকতার শুরু হয়। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনের সভাপতিত্বে সেতু উদ্বোধন করেন- অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।


এতে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. সাইদা শিনিচি, দক্ষিণ এশিয়া বিভাগ (জাইয়া) মহাপরিচালক মি. ইতো তেরুয়ুকি।

Next Post Previous Post