চট্টগ্রামের বাজারে সিটি মেয়রের অভিযান
চট্টগ্রামের খুচরা বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে কীনা তা তদারকিতে আজও মাঠে নেমেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
বুধবার (৫ মার্চ) নগরীর কাজীর দেউড়ি বাজারে অভিযানে যান সিটি মেয়র। কয়েকদিন ধরে বাজারে ভোজ্যতেল উধাও হয়ে গেলেও গতকাল ব্যবসায়ীদের সাথে সিটি মেয়র ও জেলা প্রশাসকের যৌথ বৈঠকে কঠোর হুশিয়ারীর পর আজ থেকে নগরীর বিভিন্ন বাজারে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে। অভিযানে মূল্য তালিকা না থাকা, পণ্যের মুল্য বেশি রাখাসহ বিভিন্ন অভিযোগ পাওয়ায় দোকানদারদের সতর্ক করা হয়।
অভিযানে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামে আমদানিকারক, মিলমালিক ও বিক্রেতাদের সঙ্গে আলোচনা করে পাইকারি পর্যায়ে লিটার প্রতি ১৫৫ টাকা এবং খুচরা পর্যায়ে সর্বোচ্চ ১৬০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়। কোনো ব্যবসায়ী সে নির্দেশনা অমান্য করলে আইনীভাবেই তাদের জবাব দেয়া হবেও জানান তিনি।
চট্টগ্রাম মহানগরী ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলাকে ২১ টি সার্কেলে ভাগ করে পুরো রমজান মাস জুড়ে অন্তত ৪০০ অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে প্রশাসনের।উড়োজাহাজ বানানো সেই জুলহাসের পাশে তারেক রহমান