স্ত্রী-মেয়েসহ আমুর ৪৪ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, তার স্ত্রী সাঈদা হক ও মেয়ে সুমাইয়া হোসেনের নামে থাকা ৪৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট ১৮ কোটি ৩৯ লাখ ৯২ হাজার ৫৭৪ টাকা জমা রয়েছে।
আজ রোববার (২ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
অবরুদ্ধ হওয়া হিসাবগুলোর মধ্যে আমির হোসেন আমুর নামে ১৫টি, তার স্ত্রী সাঈদা হকের নামে ১৩টি ও মেয়ে সুমাইয়া হোসেনের নামে ১৫টি ব্যাংক হিসাব রয়েছে। এছাড়া তাদের মালিকানাধীন জেরিকো নামে একটি কোম্পানির ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।
দুদকের উপপরিচালক রেজাউল করিম আদালতে এই আবেদন করেন, যা শুনানি শেষে মঞ্জুর করা হয়। আবেদনে বলা হয়েছে, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, নিয়োগ ও টেন্ডার বাণিজ্য, সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থপাচারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। বর্তমানে এসব অভিযোগের অনুসন্ধান শেষ পর্যায়ে রয়েছে। গোপন সূত্রে জানা গেছে, আমির হোসেন আমু, তার স্ত্রী সাঈদা হক ও মেয়ে সুমাইয়া হোসেন পলাতক অবস্থায় তাদের ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তরের পরিকল্পনা করছেন। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা যাতে এসব সম্পদ উত্তোলন বা স্থানান্তর করতে না পারেন, সেজন্য আদালতে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করা হয়।
এর আগে, গত ৬ নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
