নুরের ‘দলত্যাগ’ প্রসঙ্গে হান্নান মাসউদের বক্তব্যের প্রতিবাদ গণঅধিকার পরিষদের
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের যোগদানের ইচ্ছাপ্রকাশ নিয়ে মন্তব্য করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। এ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ। দলটির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, এই ধরনের মন্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।
রোববার (২ মার্চ) একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে আব্দুল হান্নান মাসউদ দাবি করেন, নুরুল হক নুর নিজেই তার দল বিলুপ্ত করে এনসিপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন। একই সঙ্গে নুরের সঙ্গে থাকা বেশিরভাগ নেতাকর্মীও এনসিপিতে যোগদানের জন্য যোগাযোগ করছেন বলে জানান তিনি।
তবে এনসিপির এই বক্তব্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ।
সোমবার (৩ মার্চ) রাতে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, গণঅধিকার পরিষদকে নিয়ে ভিত্তিহীন খবর প্রচারের তীব্র প্রতিবাদ জানাই। আমাদের দল দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত ও নিবন্ধিত একটি রাজনৈতিক সংগঠন। দলটির কার্যক্রম ইতোমধ্যে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও বিস্তৃত হয়েছে। তরুণদের শীর্ষ রাজনৈতিক সংগঠন হিসেবে গণঅধিকার পরিষদ সুসংগঠিতভাবে এগিয়ে যাচ্ছে।
