হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ হত্যার ঘটনায় নতুন মোড়


 আশ্রিতাকে ধর্ষণ চেষ্টার জেরেই খুন হন হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া। আজ বুধবার (১২ মার্চ) সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা জোনের ডিসি মহিদুল ইসলাম।



তিনি জানান, রোজার শুরুর দিকে সাইফুর রহমান তার বাসায় আশ্রয় দিয়েছিলেন নাজেম ও রুপা নামের এক দম্পতিকে। রুপাকে প্রায়ই যৌন নিপীড়নের পাশাপাশি স্বামীকে মেরে ফেলার হুমকি দিতো সাইফুর।


এই ঘটনার মধ্যেই গত ৯ মার্চ রাতে ঘুমের মধ্যে রুপার গায়ে সাইফুর হাত দিলে টের পেয়ে যায় স্বামী নাজেম। শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে রুপা এবং নাজেম সাইফুরকে বটি দিয়ে কুপিয়ে যখম করে এবং বাথরুমে আটকে রেখে পালিয়ে যায়।

Next Post Previous Post