বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি: উমামা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম বিলুপ্ত করার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন এর মুখপাত্র উমামা ফাতেমা। শুক্রবার (৭ মার্চ) রাত ৮টা ৫৫ মিনিটে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এই তথ্য জানান।
ফেসবুক পোস্টে উমামা ফাতেমা লিখেছেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম বিলুপ্ত করার কোনো সিদ্ধান্ত হয়নি। আন্দোলনের সব অংশীদার নতুন রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনে যুক্ত হননি। অংশীদারদের সম্মতি ছাড়া প্ল্যাটফর্ম বিলুপ্ত হবে না। তাই বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাই।" অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর আগের অবস্থানে নেই। সেখান থেকে একটি ছাত্র সংগঠন এবং একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে। তাই বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয় এখন অস্তিত্বহীন।"
উল্লেখ্য, নাহিদ ইসলাম জুলাই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে কাজ করেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন সরকার গঠিত হলে তিনি তাতে যোগ দেন। তবে ছাত্র-তরুণদের নতুন দল গঠনের প্রক্রিয়ার কারণে তিনি সরকার থেকে পদত্যাগ করেন এবং এনসিপির দায়িত্ব গ্রহণ করেন। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্ররা ইতোমধ্যে একটি নতুন ছাত্র সংগঠনও প্রতিষ্ঠা করেছে।
Next Post Previous Post