আমিনবাজারে পাওয়ার গ্রিড উপকেন্দ্রে আগুন

ঢাকার উপকণ্ঠ আমিনবাজারে বিদ্যুৎ সঞ্চালনকারী কোম্পানি পাওয়ার গ্রিডের উপকেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটেছে
মঙ্গলবার সকালের এ আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ৯ ইউনিট।
আমিনবাজার গ্রিড উপকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মাধব চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের একটা ট্রান্সফরমারে আগুন লেগেছে, একটু সমস্যা হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা বিদ্যুৎ সরবরাহ চালু রেখেছি।”
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এক বার্তায় জানান, সকাল ৭টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসকে আগুনের খবর দেওয়া হয়। পাঁচ মিনিটের মধ্যেই সেখানে প্রথম গাড়িটি পৌঁছায়। সকাল সাড়ে ৮টায় সেখানে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছিল।
Next Post Previous Post