নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতির বাবা গ্রেপ্তার


 কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের বাবা।


বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।


পুলিশ জানায়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলা ঘটনায় এজাহারনামীয় আসামি ছিলেন নুরুন্নবী চৌধুরী খোকন।


এর পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।


ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ সাবেক উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরীকে আটকের সত্যতা স্বীকার করে বলেন, গত ৪ আগস্ট ভূরুঙ্গামারীতে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা দুটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

Next Post Previous Post