জামায়াত ক্ষমতা নয়, দেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চায়: শফিকুর রহমান

দল হিসেবে নেতাদের প্রতিষ্ঠিত করতে নয় বরং জামায়াতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর দীনকে প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার (৪ মার্চ) ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী উত্তরের ইফতার মাহফিল ও আলোচনা সভায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। জামায়াত আমির বলেন, জামায়াত ইসলাম ক্ষমতায় যেতে নয় বরং দেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। রমজানের তাৎপর্য উল্লেখ করে দেশের বর্তমান পরিস্থিতিতে জাকাতের গুরুত্বের কথা তুলে ধরেন তিনি। বলেন, শাড়ি, লুঙ্গি কাউকে না দিয়ে বরং জাকাতের পরিপূর্ণ হক আদায় করলেই সমাজ ব্যবস্থায় পরিবর্তন আসবে।banner
Next Post Previous Post