হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (২ মার্চ) সকালে তিনি হাসপাতালে ভর্তি হন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শে মির্জা ফখরুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো। সোমবার (৪ মার্চ) সকালে তাকে দেখে আসার পর শায়রুল কবির বলেন, “স্যার আগের চেয়ে ভালো বোধ করছেন। মেডিকেল বোর্ডের সদস্যদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।” এদিকে, হাসপাতালে গিয়ে অযথা ভিড় না করার অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিবের পরিবার ও চিকিৎসকরা।
banner
Next Post Previous Post