মসজিদের চাঁদা উত্তোলন ঘিরে সংঘর্ষে নিহত ১, আহত ১৮
সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মানাধীন মসজিদের উন্নয়নে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং প্রায় ১৮ জন আহত হয়েছেন।
শনিবার (১৫ মার্চ) ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলকুচি উপজেলার ছোট সগুনা কেন্দ্রীয় জামে মসজিদের চলমান নির্মান কাজের জন্য এলাকাবাসী থেকে চাঁদা উত্তোলন করা হচ্ছে। এই চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে একই গ্রামের আলাউদ্দিন গ্রুপ ও কারিমুল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে হট্টগোল শুরু হয়।
এরই জের ধরে শনিবার ইফতারের পূর্ব মূহুর্তে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় উভয় পক্ষের ১৮ জন আহত হয়। এদের মধ্যে কারিমুল গ্রুপের হামলায় আলাউদ্দিন গ্রুপের আজাহার আলী (৫০) গুরুতর আহত হন। রবিবার (১৬ মার্চ) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এছাড়া উভয় পক্ষের আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে বেলকুচি থানার ওসি জাকারিয়া হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে যথযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
