অপারেশন ডেভিল হান্ট : পটিয়ায় যুবলীগ নেতা সজিব গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় অপারেশন ডেভিল হান্টে যুবলীগ নেতা সাইফুল আলম সজিবকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ । রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ধলঘাট ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশের বিশেষ টিম।গ্রেপ্তার সজিব ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন এলাকার মৃত ছবির আহমেদের ছেলে। গ্রেপ্তারকৃত সাইফুল আলম সজিব ধলঘাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বল পুলিশ জানিয়েছে ।পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের হামলা মামলায় জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা সাইফুল আলম সজিবকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
Next Post Previous Post