বিদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে কিন্তু কোনো প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না’
https://waltonbd.com/elevator
বিভাজনের রাজনীতি ইচ্ছাকৃতভাবে জিইয়ে রাখা হয়েছে অভিযোগ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা স্টেট ডেভেলপমেন্ট করতে পারি নাই, আমরা নেশন ডেভেলপমেন্ট করতে পারি নাই। আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে, আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে পারি নাই। আমরা স্বাধীন পুলিশ, স্বাধীন বিচার-বিভাগ নিশ্চিত করতে পারি নাই। আমরা স্বাধীনতার এত বছর পরেও আমাদের তরুণ প্রজন্ম, আমাদের একটা ইন্সটিটিউশন প্রপার ফাংশন করতে দেখি নাই।
আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টির’ আত্মপ্রকাশ অনুষ্ঠানের মঞ্চে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
এসময় তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমরা আপনাদের কমিটমেন্ট দিতে চাই, এই তরুণ প্রজন্ম, আমরা ইন্সটিটিউশনগুলোকে প্রপারলি ফাংশনাল করবো। এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে, আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করবো। আমরা স্টেট ডেভেলপমেন্ট করবো। আমরা এই ভূখণ্ডের অধিকার আদায় করতে পারি নাই, আমাদেরকে মাথায় রাখতে হবে। বিদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু কোনো প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না।
তিনি আরও বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়া শিখে গেছে, আমাদের আর কেউ রক্ত দেওয়া থেকে দমায়া রাখতে পারবে না। সুতরাং, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের প্রবীণ যেসব রাজনীতিবিদ যারা রয়েছেন, তাদের অভিজ্ঞতা এবং তরুণদের তেজদীপ্ত এবং অকুতোভয় যে নেচার রয়েছে, সেটার মিথস্ক্রিয়ায় আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবো।