ঈদের পর দেশে ফিরতে পারেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পবিত্র ঈদুল ফিতরের পর দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এম এ মালেক। লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি মানসিকভাবে বেশ স্বস্তিতে রয়েছেন বলে জানান তিনি। বুধবার (১৩ ফেব্রুয়ারি) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এম এ মালেক বলেন, "আলহামদুলিল্লাহ, আমাদের নেত্রী, আমাদের মা, মাদার অব ডেমোক্রেসি এখন অনেক ভালো আছেন। দেশবাসীর দোয়ায় তিনি আগের চেয়ে সুস্থ আছেন।" তিনি আরও জানান, খালেদা জিয়া বর্তমানে তার বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমানের বাসায় অবস্থান করছেন। নাতনিদের সার্বক্ষণিক পরিচর্যায় তিনি দারুণ সময় কাটাচ্ছেন। এম এ মালেক বলেন, "আমরা তাকে অনুরোধ করেছি অন্তত এই ঈদটা আমাদের সঙ্গে লন্ডনে উদযাপন করার জন্য। আমরা আশা করছি, ঈদের পরপরই তিনি বাংলাদেশে ফিরবেন।" সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে এম এ মালেক বলেন, "শেখ হাসিনা খালেদা জিয়াকে স্লো পয়জনিং দিয়ে হত্যার চেষ্টা করেছেন, তবে আল্লাহর মেহেরবানিতে তা বাস্তবায়ন হয়নি।" তিনি আরও দাবি করেন, "শেখ হাসিনা যখন লন্ডনে আসেন, তখন তিনি ঘোষণা দিয়েছিলেন খালেদা জিয়াকে হত্যার, কিন্তু আল্লাহর পরিকল্পনায় তার (হাসিনার) পতন হয়েছে এবং খালেদা জিয়ার উত্থান হয়েছে।" এম এ মালেক জানান, যুক্তরাজ্য বিএনপি নেতারা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে কোনো আলোচনা করেননি। তিনি বলেন, "তিনি রাজনীতির বিষয়ে যথেষ্ট অবগত আছেন এবং তার নিজস্ব সোর্সের মাধ্যমে সব খবর পান।" সূত্র: বাসস
Next Post Previous Post