সালমান, আনিসুল, পলক ও শমসের মবিনের ফের রিমান্ড মঞ্জুর

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে পুলিশ তাদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই দিনে যাত্রাবাড়ী থানার আরেকটি মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই আদালত। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতে র পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
Next Post Previous Post