জীবনের অন্য রকম একটা সময় কাটছে: স্বাগতা
ছোট পর্দার অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা। দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে লিভ টুগেদারের পর বিয়ে করেছেন। বছর ঘুরতেই মা হতে চলেছেন তিনি। চিকিৎসক জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মে মাসে তিনি মা হবেন। সম্প্রতি স্বাগতা বিষয়টি নিজেই জানিয়েছেন।
অন্তঃসত্ত্বা স্বাগতা কাজও কমিয়ে দিয়েছেন। নাটকের শুটিং এখন হাতে নিচ্ছেন না। স্বাগতা জানালেন, জীবনের অন্য রকম একটা সময় কাটছে তাঁর। প্রতিটি মুহূর্ত নতুনভাবে ধরা দিচ্ছে তাঁর কাছে। বললেন, ‘সত্যিই, এ অনুভূতির কোনো তুলনা নেই। বাসার সবাই এখন আমাকে নিয়ে সিরিয়াস। সবাই আমার ব্যাপারে এখন অনেক বেশি আন্তরিক। পুরো সময়টাও আমি বেশ উপভোগ করছি। তবে সবার কাছে দোয়া চাই, সবকিছু যেন ঠিকঠাকভাবে হয়।’
স্বাগত তাঁর ফেসবুকে বেবিবাম্পের ছবিও প্রকাশ করেছেন। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেন এই দম্পতি, সেদিনই এসব স্থিরচিত্র তোলা হয়।
স্বাগতার স্বামী হাসান আজাদ লন্ডনপ্রবাসী, জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে। হাসান আজাদ সংগীতজগতের সঙ্গেই যুক্ত। একাধারে তিনি গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন।
